দামুড়হুদার কাদিপুরের প্রবাসী বশির ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ

দামুড়হুদা প্রতিনিধি: ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সাকিবুল ইসলাম বশির (২৮) নামের এক বিদেশ প্রবাসী যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তিনি দামুড়হুদার কাদিপুর গাংপাড়ার আওলাদ হোসেনের বড় ছেলে। গত সোমবার বেলা ১১টার দিকে দর্শনার অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ হন যুবক বশির। তার কাছে প্রায় একলাখ টাকা ছিলো বলে জানা গেছে। এ ঘটনায় পিতা আওলাদ হোসেন দামুড়হুদা মডেল থানায় জিডি করেছেন।
নিখোঁজ বশিরের পিতা আওলাদ হোসেন বলেন, আমার বড় ছেলে বশির প্রায় ৮ বছর যাবত মালয়েশীয়ায় ছিলো। সে মাস খানেক আগে বাড়িতে এসেছে। গত সোমবার ছোট ভাই রুহুলকে বিদেশ পাঠানোর জন্য দর্শনাস্থ অগ্রণী ব্যাংকে ৯০ হাজার টাকা জমা দিতে যায় বশির। এরপর সে নিখোঁজ হয়। ঘটনার দু দিন পেরিয়ে গেলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। তিনি আরও বলেন, তার কাছে যে মোবাইলফোন ছিলো সেটিও বন্ধ রয়েছে। গতকাল ছোট ছেলে রুহুলের ফ্লাইট ডেট ছিলো। ওই ঘটনার কারণে সেটিও পিছিয়ে দেয়া হয়েছে। জানি না তার ভাগ্যে কি ঘটেছে।