দামুড়হুদার কাঁচামাল ব্যবসায়ী রাজ্জাককে নবীনগর থেকে গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দির্ঘ ৫ বছর পালিয়ে থাকার পর ঢাকা নবীনগর এলাকা থেকে দামুড়হুদা বাজারের এক সময়ের কাঁচামাল ব্যবসায়ী রাজ্জাককে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে ওসি (তদন্ত) জিএম ইমদাদুল হক, এসআই আমজাদ হোসেন এসআই মেজবাহুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে ঢাকা সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ্জাকের নামে গ্রেফতারি পরোয়ানা ছিলো। ধৃর্ত রাজ্জাক প্রায় ৫ বছর আগে ব্র্যাক ব্যাংক থেকে ১০ লাখ টাকা লোন নিয়ে এলাকা ত্যাগ করেন। পরে ব্র্যাক কর্তৃপক্ষ তার নামে মামলা করলে ওই মামলায় আদালতের বিজ্ঞ বিচারক তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আটক রাজ্জাক বলেন, লোন নিয়ে প্রথমে দুবায় চলে যাই। ওখানে একবছর থাকার পর দেশে ফিরে আসি এবং ঢাকা সাভারের নবীনগরে কাঁচামালের ব্যবসা শুরু করি। এলাকায় বেশকিছু ধারদেনা থাকায় এলাকায় ফিরতে সাহস পাইনি।