দলীয় সংসদ সদস্যরাই মহানায়ক

মাথাভাঙ্গা মনিটর: ঘোষণা এসেছিলো টালিগঞ্জের সুপারস্টার দেব ওমৌসুমি চ্যাটার্জি পাচ্ছেন মহানায়ক উত্তম কুমারের স্মরণে প্রাদেশিকসম্মাননা। মমতা ব্যানার্জি এবার নিজেই জানালেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসেরআরেক সংসদ সদস্য মুনমুন সেনকেও দেয়া হচ্ছে একই সম্মাননা।আরও জানানো হয়েছে অভিনেতা ও পরিচালক অরিন্দম শীলের নাম। পশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানান এ দু তারকারনাম ভুল করে বাদ পড়েছিলো।মঙ্গলবার আমার লেখা ফেইসবুক পোস্টেদু বিশিষ্ট ব্যক্তির নাম বাদ পড়েছে। ২৪ জুলাই নজরুল মঞ্চে তাদের দুজনকেওমহানায়ক উত্তম কুমার পুরস্কারে ভূষিত করা হবে।তিনি আরও বলেন, আমার শুভকামনা রইলো তাদের প্রতি।মহানায়ক (নারী) সম্মাননার জন্য নির্বাচিত মুনমুন সেন অভিনেত্রী সুচিত্রা সেনেরমেয়ে। তিনি ১৯৮৪ সালে আনন্দ বাহারসিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারশুরু করেন। ভারতের ছয়টি ভাষায় ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এ পযর্ন্ত।কালাকার পুরস্কারসহ অভিনয় জীবনে বেশ কিছু সম্মাননা পেয়েছেন কাজেরস্বীকৃতিস্বরূপ। এ বছরই তৃনমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।একাধারেঅভিনেতা, পরিচালক ও প্রযোজক অরিন্দম শীল নির্বাচিত হয়েছেন স্পেশাল ফিল্মঅ্যাওয়ার্ডের জন্য। তিনি ১৯৯৯ সালে ‘তুমি এলে তাই’ সিনেমায় অভিনয়েরমাধ্যমে সিনেমা জগতে আসেন।অরিন্দম প্রযোজক ও অভিনেতা হিসেবে কাজকরেছেন দ্য বং কানেকশন, জিরোথ্রিথ্রি, ব্রেক ফেইল, নোবেল চোর, কাহানিসহ আরও বেশ কিছু সিনেমায়। ২০১২ সালে তিনি আবর্তনির্মাণ করেন।পরের বছর তিনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ঋণঅবলম্বনে ‘এবার শরব’ নির্মাণ শুরু করেন। তিনি থিয়েটারের সাথেও জড়িত।কট্টর বামপন্থি হিসেবে পরিচিত এই শিল্পীও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ বছর।চিরঞ্জিত তৃণমূল কংগ্রেসের পক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিধায়ক নির্বাচিত হয়েছেন এ বছর।মহানায়ক সম্মাননার জন্য বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ও বর্তমান সময়ের ম্যাটিনি তারকা দেবের নাম ঘোষণা করা হয় মঙ্গলবার।সিনেমায় অসামান্য অবদানের জন্য নির্বাচন করা হয়েছে তাদের।