দর্শনা হল্টস্টেশন জিআরপি হাবিলদার বাকের ক্লোজড

 

দর্শনা অফিস: ফেনসিডিল ও ইয়াবাসহ আসামি ছেড়ে দেয়ার অভিযোগে দর্শনা হল্টস্টেশনের জিআরপি বাকের আলীকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। দর্শনা শান্তিপাড়ার ৪/৫ জনের একটি মাদক পাচারকারীচক্র গত মঙ্গলবার রাত ৮টার দিকে দর্শনা হল্টস্টেশন সংলগ্ন লালন একাডেমীর পেছনের মাঠে ৫০ পাতা অর্থাৎ ৬শ বোতল ফেনসিডিল ও ৪/৫ পিচ ইয়াবা ট্যাবলেট নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি ট্রেনের অপেক্ষায় ছিলো। দর্শনা হল্টস্টেশন জিআরপি ফাঁড়ির হাবিলদার বাকের গোপনে এ সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ফেনসিডিল ও ইয়াবাসহ একজন চিহ্নিত মাদককারবারীকে আটক করেন। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ২৮ পাতা ফেনসিডিল অর্থাৎ ৩৩৬ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ মাদককারবারীকে ছেড়ে দিয়েছেন বাকের। ২২ পাতা অর্থাৎ ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হলেও কাগজ-কলমে মাত্র ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখানো হয়। তবে উদ্ধারকৃত অবশিষ্ট ২২৪ বোতল ফেনসিডিল বিক্রি করে দেন হাবিলদার বাকের। এ সংক্রান্ত প্রতিবেদন দৈনিক মাথাভাঙ্গাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। গত বুধবার দুপুরে অভিযুক্ত হাবিলদার বাকেরকে ক্লোজড করে নেয়া হয় সৈয়দপুর জিআরপি পুলিশ লাইনে। সৈয়দপুর এসআরপি সুপার বলেছেন, অভিযুক্ত হাবিলদারের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।