দর্শনা সোসাইটির আয়োজনে বার্ষিক সমাবেশ

 

দর্শনা অফিস: দর্শনা সোসাইটি লিমিটেডের বার্ষিক সমাবেশে আলোচনাসভা, বনভোজন ও লাকী কূপনের ড্র অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এলাকার সমাজসেবক, সোসাইটির সদস্য এবং শুভানুদ্ধায়ীদের সাথে নিয়ে পালন করা হয়েছে। সকালে সকলকে নিয়ে গাড়িবহরযোগে যাওয়া হয় কুষ্টিয়া ছেউড়িয়ায় বাউল শিরোমনি লালন শাহ মাজারে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে দুপুরের যাওয়া হয় শিলাইদাহ কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। সেখানে সদস্যদের সাথে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময়। পরে লাকী কূপনের ড্র অনুষ্ঠিত হয়েছে। সার্বিক অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্যানেলমেয়র শরীফ উদ্দিন, পুরাতন বাজার কমিটির সভাপতি দর্শনা প্রেসক্লাবের উপদেষ্টা আ. মোমিন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সংগঠন পরিচালনা পর্ষদের সদস্য কাজি ইসমাইল হোসেন, সাংবাদিক আজাদ হোসেন, জামাল উদ্দিন। সাংবাদিক হানিফ মণ্ডলের উপস্থাপনায় উপদেষ্টাদের মধ্যে ছিলেন কবি ও সাহিত্যক আবু সুফিয়ান, কিবরিয়া আজম, দর্শনা প্রেসক্লাবের আহ্বায়ক হারুন রাজু, নির্বাহী পরিচালক শাহিনুজ্জামান পলাশ, উপপরিচালক আশরাফুজ্জামান সাগর, মহাব্যবস্থাপক আরাফাত হোসেন মিস্টার, অতিরিক্ত পরিচালক নাজমুল হক, হিসাবরক্ষক নাহিদ পারভেজ। সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক মাথাভাঙ্গা, গোল্ডেন স্টার ইলেকট্রনিক্স, তুলতুল ফার্সফুট অ্যান্ড কফি ঘর, স্টুডিও গ্যালাক্সি, সজল এন্টার প্রাইজ, মিগদাদ গার্মেন্টস, কাজি ফটোস্টাট, ইমতিয়াজ রিগান, জাহিদ, তানভীর, ইব্রাহিম, আমিরুল, রফিকুল, রিন্টু, হিরো প্রমুখ। লাকী কূপনে ৬৫টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন শফিকুল ইসলাম, কূপন নং ৩৪০।