দর্শনা সরকারি কলেজে অনার্সের শিক্ষার্থীদের বরণ ছাত্রলীগের আনন্দ মিছিল ও মতিবিনিময়

দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় কিছুটা হলেও এলাকার শিক্ষার মানোন্নয়ন হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের উদ্যোগে ৩ বছর আগে এ কোর্স শুরু করা হয়। এ বছরে দর্শনা সরকারি কলেজের অনার্সে কোর্সে ভর্তি হয়েছে প্রায় ৩শ শিক্ষার্থী। এরই মধ্যে অনার্সের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেছে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। নবীনদের উৎসাহিত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কলেজ ছাত্রলীগের আয়োজনে বের করা হয় আনন্দ মিছিল। মিছিলটি দর্শনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত মতবিনিময়সভা। কলেজ ছাত্রলীগের সহসভাপতি আশরাফুজ্জামান রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি। কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক প্রভাত আলমের উপস্থাপনায় অন্যানের মধ্যে আলোচনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সহসভাপতি কামরুল হাসান লোমান, মিল্লাত হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী, ফারুক, সিজার, আসলাম, প্রান্ত, মেহেদী, বাপ্পি, লিপন, পাপ্পু, বাধন, খায়রুল প্রমুখ।