দর্শনা রেলইয়ার্ডে অবাধে লুট হচ্ছে মালামাল : ফের লুটেরাদের হানা

উথলী বিজিবির অভিযান : ইয়ার্ড থেকে লুটকৃত ২০ বস্তা গম উদ্ধার

 

দর্শনা অফিস: দর্শনা রেলইয়ার্ডে কোনোভাবেই লুটপাট ঠেকানো যাচ্ছে না। প্রায় প্রতিদিনই ঘটছে লুটপাটের ঘটনা। লুটেরাদের তাণ্ডব রুখতে বারবারই ব্যর্থ হচ্ছেন নিরাপত্তাকর্মীরা। লুটেরাচক্রের লুটপাটকৃত মালামাল কিনে অনেকেই রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। উথলী বিশেষ ক্যাম্পের টহল বিজিবি দর্শনা দক্ষিণচাঁদপুর থেকে লুটপাটকৃত গম উদ্ধার করেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে লুটরাচক্রের কাছ থেকে ক্রয়কৃত ভারত থেকে আমদানিকৃত গম ৩/৪টি করিমন ভর্তি করে দর্শনা দক্ষিণচাঁদপুরে জনৈক ব্যক্তি গোডাউনে নিচ্ছিলো। এ সংবাদ পেয়ে জীবননগরের উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা-হিজলগাড়ি সড়কে। এ সময় বিজিবি সদস্যরা দক্ষিণচাঁদপুরে জনৈক ব্যক্তি গোডাউনের সামনে থেকে ২টি করিমনভর্তি ভারতীয় আমদানিকৃত ২০ বস্তা গম উদ্ধার করেছে। এ সময় কৌশলে পালিয়েছে গম ক্রয়কারীরা। গতকালই উদ্ধারকৃত গম দর্শনা কাস্টমস সার্কেলে জমা দিয়েছে বিজিবি।