দর্শনা-মুজিবনগর সড়ক সম্প্রসরণ কাজের ধীরগতি : সড়কের দুধার কেটে তৈরি করা হয়েছে মারণফাঁদ

দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়কটি গুরুত্বপূর্ণ জনবহুল ব্যস্ত সড়ক। এ সড়কে ব্যাপকভাবে ভারী যানবাহন চলাচল করে। ঐতিহাসিক মুজিবনগর ভ্রমণসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলের জন্য এ সড়কটি ব্যবহার করা হয়ে থাকে। দর্শনা বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাজার পর্যন্ত এ সড়কের পাশেই রয়েছে দর্শনা রেলবাজার, বাসস্ট্যান্ড, কেরুজ চিনিকল ও পুরাতন বাজার। সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ এ সড়কের সম্প্রসারণ কাজ শুরু করে। নিম্নমানের বালি ও ইটের খোয়া দিয়ে নামমাত্র রাস্তা সম্প্রসারণের কাজ করা হলেও তা চলছে ধীরগতিতে। গুরুত্বপূর্ণ এ রাস্তার দু ধার কেটে গর্ত করে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন। রাস্তার দু ধারে গর্ত থাকায় তৈরি হয়েছে মারণফাঁদ। চরমভাবে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। যেখানে সেখানে দেখা যাচ্ছে যানজট। দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান খেয়াল খুশি মতো এ নির্মাণ কাজ করলেও প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোনো কর্তার দেখা মেলেনি কখনো। শ্রমিকদের দিয়েই ঢিলেঢালাভাবে একদিন কাজ করালে তিনদিন রাখা হচ্ছে বন্ধ। রাস্তার ওপর বালি, মাটি ও ইট-খোয়া ছড়িয়ে ছিটিয়ে থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। এতে ফুঁসে উঠতে শুরু করেছে দর্শনাবাসী। এ কাজের দেখভালের কি কেউ নেই? প্রশ্ন উঠেছে, দেখেও না দেখার ভান করে নিজের আসনেই বসে আসেন কর্তাবাবুরা। কৃত্রিম সমস্যা নিরসন ও সিডিউল মাফিক কাজ করতে দাবি তুলে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজুর দৃষ্টি আকর্ষণ করেছে দর্শনাবাসী।