দর্শনা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজে দুর্নীতির তদন্ত হতে পারে আজ

দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু গ্রহণ করেছেন তড়িৎ পদক্ষেপ। সম্প্রসারণ কাজ করে দিয়েছেন বন্ধ। অভিযোগ তদন্ত করতে সড়ক ও জনপথ বিভাগের কর্তারা আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শনসহ কাজের মান নির্ণয় করতে পারেন। এ খবর জেনেই ঠিকাদর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৌশল অবলম্বন করা হয়েছে। নিম্নমানের ইটের খোয়ার ওপর ছিটিয়ে দেয়া হয়েছে ১নং ইটের খোয়া। কাজ বন্ধের নির্দেশ থাকলেও গতকাল রোববার ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা এ কাজটি করেছেন।
দর্শনা বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের পাশেই রয়েছে দর্শনা রেলবাজার, বাসস্ট্যান্ড, কেরুজ চিনিকল, ও পুরাতন বাজার। সম্প্রতি সওজ বিভাগ কর্তৃক এ সড়ক সম্প্রসারণ কাজ শুরু করা হয়। নিম্নমানের বালি ও খোয়া দিয়ে নামকাওয়াস্তে রাস্তা সম্প্রসারণের কাজ করা হলেও তা চলছিলো ধীর গতিতে। গুরুত্বপূর্ণ এ রাস্তার দুধার কেটে গর্ত করে ফেলে রাখা হয়। রাস্তার দুধারে গর্ত থাকায় তৈরি হয় মারণফাঁদ। সৃষ্টি হয় জনদুর্ভোগ। এ অভিযোগ আমলে নিয়ে জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজুর হস্তক্ষেপে রাস্তা সম্প্রসারণ কাজ গত শনিবার সাময়িকভাবে বন্ধ করা হয়। আজ সড়ক ও জনপথ বিভাগের কর্তাদের পরিদর্শন শেষে দ্রুতগতিতে সম্প্রসারণ কাজ শুরু করা না হলে জনদুর্ভোগ আরো বাড়বে। তাই শিডিউল মাফিক মানসম্পন্ন কাজ দ্রুত সম্পন্ন করার দাবি তুলেছে দর্শনাবাসী।