দর্শনা পৌর কর্তৃপক্ষের উদাসিনতায় ময়লা আবর্জনায় পরিবেশ হচ্ছে দূষণ শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সাবেক মেয়র মতিয়ারের উদ্যোগ

দর্শনা অফিস: দর্শনা পৌরসভা ২য় শ্রেনিতে উন্নিত হলেও ৪র্থ শ্রেনির পৌরসভার সুবিধা থেকেও বঞ্চিত পৌরবাসী। পৌর শহরে ড্রেনেজ ও ডাস্টবিন থাকলেও পৌর কর্তৃপক্ষের অনিহা-অবহেলার কারণে পরিস্কার করা হয়না। যে কারণে ডাস্টবিন ও ড্রেন ব্যবহারের পরিপূর্ণ অনুপোযোগি হয়ে রয়েছে। যেখানে সেখানে ময়লা অবর্জনা ফেলার কারণে পরিবেশ হচ্ছে দূষণ। দর্শনা রেলবাজার এলাকার জনবহুল বাজার হিসেবেই পরিচিতি। এ বাজারের যত আবর্জনা সব ফেলা হয় কেরুজ বাজার মাঠের কোণে। কেরুজ বাজার মাঠ যেমন ব্যবহার করা হয়ে থাকে কেন্দ্রীয় ঈদগা, বৃহত জানাজার নামাজ, ওয়াজ মাহফিল, সভা-সমাবেশ ও খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য। মাঠের এক কোনে অনেকটাই জায়গা জুড়ে ময়লা আবর্জনার স্তুপ গড়ে উঠে। যে কারণে বিকট দূগন্ধে পরিবেশ দূষণ হচ্ছিলো। চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিলো বাজারের ব্যবসায়ী ও কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার স্তুপ থেকে দূর্গন্ধ ছড়ালেও পৌর কর্তৃপক্ষের ছিলো কোনো মাথা ব্যথা। পৌরসভার অগুনতি পরিচ্ছন্ন কর্মি থাকলেও প্রসাশনিক দূর্বলতার কারণে দেখা মেলেনা তাদের। এ নিয়ে প্রশ্ন উঠেছে, পরিচ্ছন্ন কর্মিরা কোথায় কাজ করেন? তবে কি তারা পৌর মেয়র ও প্যানেল মেয়রের বাসা-বাড়ি পরিস্কার করার কাজে ব্যস্ত থাকে? ব্যবসায়ী ও মুসল্লিদের দূর্গন্ধ মুক্ত এবং পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নিলেন দর্শনা পৌরসভার সাবেক মেয়র, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দলীয় নেতাকর্মি ও সুধি সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে কেরুজ বাজার মাঠে ড্রেজারের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করেন মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি ফজলুল করিম, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আ. গফুর, বিএনপি নেতা জামিল উদ্দিন, সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, ব্যবসায়ী হাজি হাফিজুল ইসলাম, সোলায়মান শেখ, আব্দুল বারী, দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।।