দর্শনা পুলিশের বিরুদ্ধে ফেনসিডিলসহ আসামি ধরে ছেড়ে দেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোটার: দর্শনা পুলিশের বিরুদ্ধে ফেনসিডিলসহ অভিযুক্ত মাদককারবারীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল দেলোয়ার হোসেন দেলু একাই ওত পেতে থাকেন, দর্শনা আজমপুর সুপার বিক্সের পার্শ্ববর্তী একটি বাগানে। এ সময় গ্রেফতার করা হয়- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া তামালতলাপাড়ার অভিযুক্ত এক ফেনসিডিলকারবারীকে। পুলিশ ফেনসিডিলকারবারী যুবকের কাছ থেকে উদ্ধার করেছে ৮ পাতা অর্থাৎ ৯৬ বোতল ফেনসিডিল। দীর্ঘসময় ধরে ওই বাগানেই পুলিশ কনস্টেবল দেলোয়ার মাদককারবারীর সাথে দরকষাকষির এক পর্যায়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিলেও রেখে দেন ফেনসিডিল। সাথে সাথেই উদ্ধারকৃত ৯৬ বোতল ফেনসিডিল দর্শনা হাজিপাড়ার অভিযুক্ত এক মাদককারবারীর কাছে বিক্রি করা হয়েছে বলেও উঠেছে অভিযোগ। ঘটনাটি খতিয়ে দেখে অভিযুক্ত পুলিশ কনস্টেবল দেলোয়ারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।