দর্শনা দক্ষিণচাঁদপুর স্কুলে শিক্ষার্থীদের ক্লাশ ফাঁকিকে কেন্দ্র করে দ্বন্দ্ব

 

৮ম শ্রেণির ছাত্র রানাকে পিটিয়ে জখম : ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের ঘটনা ঘটেছে। ৮ম শ্রেণির ছাত্র রানাকে বেধরকভাবে পিটিয়ে করা হয়েছে আহত। ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় করা হয়েছে অভিযোগ। দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুর জুম্মাপাড়ার আশরাফ আলীর অভিযোগে জানা গেছে, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে রাব্বি হোসেন রানাকে একই বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী মারধর করেছে। প্রতিদিন ক্লাশ ফাঁকিতে বাধা দেয়ায় ৮ম শ্রেণির ছাত্র স্বাধীন, আল আমিন ও ৯ম শেণির ছাত্র মামুন তার ছেলে রাব্বিকে মারধর করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। রানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রানার বাবা আশরাফ আলী গতকালই দামুড়হুদা থানায় মামুন, আল আমিন ও স্বাধীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেছেন, ঘটনার সাথে সাথে পরিচালনা পর্ষদের সভাপতি হাজি আকমত আলীর উপস্থিতিতে তড়িত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। আজকালের মধ্যে বিদ্যালয়ের বসে দুপক্ষের উপস্থিতিতে সমাধানের প্রক্রিয়ার কথা থাকলেও আশরাফ আলী পুলিশে অভিযোগ করে তা ভেস্তে দিয়েছেন। তবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের ঘটনায় থানায় নালিশ করা সঠিক হয়নি বলে মন্তব্য করেছে কেউ কেউ।