দর্শনা দক্ষিণচাঁদপুর মাঠের বিভিন্ন বাগানে জমজমাট জুয়ার আসর : সর্বস্বান্ত হচ্ছে অনেকেই : বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড

দর্শনা অফিস: জুয়া খেলাকে কেন্দ্র করে দক্ষিণচাঁদপুরের নাসির হত্যাকাণ্ডের ঘটনা এ শহরে বেশ আলোচিত। জুয়ারিদের হাতে কেরুজ শ্রমিক নাসির হত্যা হলেও বন্ধ হয়নি জুয়ার আসর। সেই সেখানেই সেভাবেই বসানো হচ্ছে জমজমাট জুয়ার আসর। এ আসরে অংশ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে অনেকেই। যে কারণে দিনদিন অপরাধমূলক কার্মকাণ্ড বাড়ছে ব্যাপকভাবে। দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুর কুড়ির মাঠ। নির্জন এ মাঠের বেশ কয়েকটি আম ও কাঁঠাল বাগানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুয়ার আসর বসে এলাকার চিহ্নিত কয়েকজন জুয়ারির নেতৃত্বে। বেশ দাপটের সাথেই দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে পকেট ভরছে অভিযুক্ত জুয়ারিচক্রের হোতা ফরজ আলী ওরফে বুড়ো মল্লিক, আশিকুর, কায়দার ও মতি। এ আসরে দর্শনা ছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার জুয়ারিরা অংশ নিচ্ছে। প্রচুর টাকা হার-জিতের এ জুয়ার আসরে অংশ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে অনেকেই। বাড়ছে পারিবারিক অশান্তি। জুয়ার টাকা জোগাতে জুয়ারি জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। আসরে অংশ নেয়া জুয়ারিদের কাছ থেকে হাজারে দেড়শ টাকা কমিশন হাতিয়ে নিচ্ছে বুড়ো মল্লিক ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযোগে উঠেছে, এ চক্রের সদস্যরা দাপটের সাথেই বলে থাকে প্রশাসনের সকল বিভাগে নিয়মিত বখরা দিয়েই নাকি তারা নির্ভয়ে এ আসর বসায়। তবে নামধারী কথিত সাংবাদিক এ জুয়ার আসরের দেখভাল করে থাকেন বলেও রয়েছে অভিযোগ। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নেতৃত্বে এ জেলায় মাদক থেকে শুরু করে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যখন নির্মূলের পথে তখন কার ইশারায় জুয়ারিরা এ ধরনের কথা বলার সাহস পাচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত জুয়ারি ও জুয়ার আসর বসাতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।