দর্শনা জয়নগর সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক

 

মান্তে বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রস্যু আলোচনা

দর্শনা অফিস: দর্শনা জয়নগর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পৌনে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত সৌজন্যমূলক বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড পরিচালক মোহাম্মদ আমির মজিদ ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মাহেন্দ্র কুমার। বিজিবি ও বিএসএফ’র সমন্বয়ে সমন্বিত টহল অব্যাহত রাখা, সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, মাদক ও চোরাচালান রোধসহ সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে বিজিবি-বিএসএফ’র কর্তাদের মধ্যে ফলপ্রস্যু আলোচনা সম্পন্ন হয়েছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন- ৫৮ বর্ডার গার্ডের পরিচালক তাজুল ইসলাম, ৬ বর্ডার গার্ডের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মঈন, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার সতীষ চন্দ্র প্রমুখ। ভারতের বিএসএফ প্রতিনিধি দল দর্শনা জয়নগর সীমান্ত পথে বিএসএফ’র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশের আগে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানানো হয়েছে।