দর্শনা আজমপুর স্কুলে মতবিনিময় ও অভিভাবক সমাবেশে 

দর্শনা অফিস: দর্শনা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের জমি দাতা বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ বলেন, আসুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের নিরক্ষর ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা দেশের সবকটি বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার ব্যবস্থা করেছে আ.লীগ সরকার। সরকারের একার আন্তরিকতায় শিক্ষার মান এগিয়ে নেয়া সম্ভব হবে না, যদি না শিক্ষক ও অভিভাবকরা আন্তরিক না হয়। মনে রাখতে হবে আপনার সন্তান দায়িত্ব নিচ্ছে সরকার। দর্শনা পৌর প্যানেল মেয়র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রবিউল হক সুমনের সভাপতিত্বে আলোচনা করেন সহসভাপতি আব্দুল জব্বার, আবুল কাশেম, সাবেক সভাপতি হারুন রাজু, খন্দকার জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক হাজি আব্দুল হামিদ, আতিকুর রহমান টিপু, মেরিনা পারভিন ও পিয়ারী খানম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ কুমার দাসের উপস্থাপনায় সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের অভিভাবক ও শিক্ষানুরাগী সদস্য মনোনীত করা হয় খন্দকার জহিরুল ইসলাম, হারুন রাজু, আবুল কাশেম ও মরিয়ম খাতুনকে।