দর্শনা আকন্দবাড়িয়ায় বাউল ও লোকজ উৎসব শুরু আজ

দর্শনা অফিস: আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা আকন্দবাড়িয়া কেরুজ মাঠে ৪ দিনব্যাপী বাউল ও লোকজ উৎসব উদ্বোধন হবে। বেলা ১১টার দিকে উৎসবের আনুষ্ঠান উদ্বোধন করা হতে পারে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। প্রধান বক্তা হিসেবে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপস্থিত থাকবেন। গ্রামবাংলার ঐতিহ্যের সন্ধানের স্লোগান নিয়ে বাউল পরিষদ এবার ১৮ বছর পূর্তি উৎসব পালন করছে। বাউল ও লোকজ উৎসবকে ঘিরে প্রতিবছরের মতো এবারও এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। উৎসব চত্বরে রকমারি দোকান, মিস্টি সামগ্রী ও নাগরদোলাসহ বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিনের আয়োজনে থাকছে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, জারিগান ও রাতে লালন, বাউল, ভাব বিচ্ছেদ ও পালাগান। আয়োজক কমিটির প্রধান বাংলাদেশ টেলিভিশনের লোক সংগীত শিল্পী, ট্যালেন্ট হান্ট টপটেন সিঙার ধীরু বাউল জানালেন মাটির সংস্কৃতি, শেকড় সংস্কৃতিই বাঙালি জাতির মূল সংস্কৃতি। যে সুর শুধুই প্রাণের স্পন্দন।