দর্শনা অংকুর স্কুলের গাছের ডাল কর্তন : ডালগুলো নেয়া হলো কোথায়?

 

স্টাফ রিপোটার: দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়। বাংলাদেশ জুট করপোরেশনের পরিত্যাক্ত জমি ও ভবনে প্রতিষ্ঠা করা হয় দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়। প্রায় দেড়যুগ আগে এলাকার শিক্ষানুরোগীদের সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অধ্যক্ষ হাফিজুর রহমানের খেয়াল খুশি মতো পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে। বিদ্যালয় চত্বরে রয়েছে শতবর্ষি অনেকগুলো বড়বড় কড়ই-চটকা গাছ। সম্প্রতি প্রায় ঝড় হচ্ছে। যে কারণে অনেকটাই ঝুঁকিপূর্ণ বড়বড় গাছের বিশাল বিশাল ডালপালা। ঝড়ে ২-১টা ছোট-খাট ডালপালা ভেঙে পড়ে। অভিযোগ উঠেছে, ঝড়ের দোহাই দিয়ে গাছের বড় বড় ডাল কর্তন করা হয়েছে। গতকাল শুক্রবার খানেকটা গোপনেই সন্ধ্যার পর কমপক্ষে ৮-১০ আলমসাধু ভর্তি করে বড়বড় ডালের লগ নেয়া হয় স-মিলে। এ নিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ জুট করপোরেশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নাকি বিনাঅনুমতিতেই গাছের ডাল কর্তন করা হয়েছে? তবে কোথায় নেয়া হলো ডালগুলো? সরকারি কাছের ডাল কাটাকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছে সচেতন মহল।