দর্শনায় ৭ দিনব্যাপী একুশে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ

দর্শনা অফিস: মহান একুশে আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে অনির্বাণ থিয়েটারের আয়োজনে একুশে নাট্যমেলা। এরই মধ্যে মেলা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলার সার্বিক আয়োজন প্রচার-প্রচারণায় সাংবাদিক সম্মেলন করেছে অনির্বাণ থিয়েটার কর্তৃপক্ষ। আজ মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মার্তৃভাষা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও দর্শনা ডাক বাংলো চত্বরে অনির্বাণ থিয়েটারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী একুশে মেলা। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা অনির্বাণ থিয়েটারের পক্ষ থেকে দর্শনা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলন। অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক, নাট্যকার আনোয়ার হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা একটি বিষয়কে সাধারণ মানুষের সামনে তুলে ধরে তার সারমর্ম বোঝানোর চেষ্টা করে থাকে। কখন, কোথায় কি ঘটছে তা সমাজের সামনে আয়নার মতো তুলে ধরে থাকে মিডিয়া কর্মীরা। তেমনিভাবে অনির্বাণ থিয়েটারের সপ্তাহব্যাপী এ নাট্যমেলা প্রচার-প্রচারণায় সর্বাত্মক ভূমিকার আশা করছি। বুধবার সন্ধ্যায় নাট্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধনসহ সকল আয়োজনে সাংবাদিককে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি থাকার আহ্বান করা হচ্ছে। এ সময় অনির্বাণ থিয়েটারের পক্ষে উপস্থিত ছিলেন আওয়াল হোসেন, সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান মুকুল প্রমুখ।