দর্শনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মরণসভা

 

দর্শনা অফিস: গতকাল ৪ ডিসেম্বর ছিলো দর্শনা শত্রুমুক্ত দিবস। দিনটি দর্শনার জন্য মর্যাদাপূর্ণ হলেও দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতি ছাড়া কোনো সংগঠন দিবসটি পালন করেনি। দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে রেলবাজার দোকান মালিক সমিতি সংবর্ধনা ও স্মরণসভার আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান মালিক সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় ১শ বীর মুক্তিযোদ্ধাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, সৈয়দ মজনুর রহমান, আনসার আলী, লিয়াকত আলী, হাজি জয়নাল আবেদীন, নাসির উদ্দিন, রেজাউল করিম সবুর, হাজি এরশাদ মাস্টার প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকার উপস্থাপনায় বক্তারা বলেন, ১৯৭১ সালে এ দিনে আমরণ লড়াইয়ের মধ্যদিয়ে শত্রুমুক্ত হয়েছে দর্শনা। চতুরমুখি আক্রমণের মুখে পালাতে বাধ্য হয়েছিলো পাকহানাদার বাহিনী। স্বাধীন দেশ পেতে আমরা হারিয়েছিলাম আপনজনদের। তাইতো সর্বকালের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা জাতির অহঙ্কার।