দর্শনায় মাদকবিরোধী সমাবেশের প্রস্তুতি

দর্শনা অফিস: যেকোনো মূল্যে চুয়াডাঙ্গা জেলাকে মাদক মুক্ত করণের ভূমিকায় মাঠে নেমেছে পুলিশ। মাদকের ভয়াবহতা সম্পর্কে গণসচেনতা জেলা পুলিশের কার্যকরি ভূমিকায় সাড়া মিলেছে ব্যপক। মাদক কারবারিদের আত্মসমর্পণ যেন সর্বকালের রেকর্ড ভাঙতে শুরু করেছে। জেলা, উপজেলা, পৌর শহরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হচ্ছে। মাদক কারবারিদের সুধরে নেয়ার জন্য দেয়া হচ্ছে সুযোগ। পাশাপাশি মাদক কারবার থেকে ফিরে আসলে পূর্নবাসনের ব্যবস্থার ক্ষেত্রেও পুলিশ জোরালো ভূমিকা গ্রহণ করছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন সম্প্রতি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক মুক্ত জেলা উপহার দেয়ার লক্ষ্যেই তিনি গ্রহণ করেছেন নানামুখি পদক্ষেপ। দর্শনা তথা পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া, রাঙ্গিয়ারপোতা ও সিংনগরসহ আশপাশ এলাকার মাদক কারবারিদের তালিকা তৈরি করেছে পুলিশ। গ্রেফতার অভিযানের আগে মাদক কারবার থেকে ফিরে স্বাভাবিকভাবে বৈধপথে উপার্জনের সুযোগ-সুবিধার জন্য আতœসমর্পণের আয়োজন করা হয়েছে দর্শনাতে। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার ৩৬১ জন মাদক কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ কারিদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেনসহ কর্মকর্তারা। মাদক মুক্ত সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে মাদকাসক্ত ও মাদক কারবারিদের আত্মসমর্পণে আজ শুক্রবার বেলা ৩টার দিকে দর্শনা সিনেমা হল চত্বরে আয়োজন করা হয়েছে মতবিনিময়সভা। এ সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল আমির মজিদ, চুয়াডাঙ্গা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। সমাবেশের সভাপতিত্ব করবেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। যথা সময়ে মাদকবিরোধী সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন।