দর্শনায় প্রবীণদের মাঝে লাঠি ও ভাতা প্রদান

দর্শনায় প্রবীণদের মাঝে লাঠি ও ভাতা প্রদানকালে আলি মুনছুর বাবু
প্রবীণরা বোঝা নয় তারা আমাদের অভিভাবক
দর্শনা অফিস: প্রবীণ জনগোষ্ঠী জীবন-মানোন্নয়ন কর্মসূচির আওতায় দর্শনায় প্রবীণদের মাঝে লাঠি ও ভাতা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌর প্রবীণ কমিটির কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় তিনি বলেন, আজ যারা প্রবীণ, তারা একদিন মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের মানুষের মতো মানুষ করার লড়াই করেছেন। তাই তাদের প্রতি অবহেলা করা কোনোভাবেই উচিৎ নয়। আজ প্রবীণরা সরকারি-বেসরকারিভাবে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। তাই প্রবীণরা এখন কারো বোঝা নয়, তারা আমাদের অভিভাবক ও পথপ্রদর্শক। প্রবীণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাজি আকমত আলী। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়ক কামরুজ্জামান যুদ্ধ। আলোচনা করেন কমিটির উপদেষ্টা হাজি খালেকুজ্জামান, সহসভাপতি ফজলুল হক, হাসিনা বেগম, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, খন্দকার আব্দুল মুন্নাফ। উপস্থাপনা করেন সাংবাদিক হানিফ ম-ল। সভার শুরুতেই প্রবীণদের সম্মানার্থে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ৬০ জন প্রবীণকে কলম ও প্যাড প্রদান করেন। সভা শেষে ৬০ জন প্রবীণের মধ্যে লাঠি ও ভাতা প্রদান করা হয়। সার্বিক ব্যবস্থাপনা ছিলেন প্রোগ্রাম অফিসার আজাদুল ইসলাম টোটন।