দর্শনায় ঝিনাইদহ র‌্যাবের মাদকবিরোধী পৃথক অভিযান : জোসনা ও শাহাবুল আটক : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

 

দর্শনা অফিস: ঝিনাইদহ ৱ্যাব ক্যাম্পের একটি চৌকস দল দর্শনায় দফায় দফায় অভিযান অব্যাহত রেখেছে। দর্শনায় পৃথক দুটি অভিযানে আটক করেছে অভিযুক্ত ইয়াবাকারবারী শান্তিপাড়ার জোচনা ও ফেনসিডিলকারবারী শাহাবুলকে। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল, ইয়াবা ও নগদ টাকা। আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ ৱ্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদের নেতৃত্বে ৱ্যাবের একটি চৌকসদল মাদকবিরোধী অভিযান চালায় দর্শনার রামনগরে। এ সময় রামনগর কালিদাসপুরপাড়ার গোলজার হোসেনের ছেলে শাহাবুলকে (৩২) আটক করেছে। ৱ্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত শাহাবুলের স্বীকারোক্তিতে তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে ২২ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি মদ ও নগদ ৮ হাজার ২৩৫ টাকা। ৱ্যাবের একই দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালায় দর্শনা পৌর শহরের শান্তিপাড়ায়।

ৱ্যাব জানিয়েছে, শান্তিপাড়ার একটি চায়ের দোকানের সামনে থেকে ফারুকের স্ত্রী জোচনাকে (৪০) আটক করা হয়েছে। জোচনার হাতে থাকা শাদা পলিথিনের প্যাকেট থেকে উদ্ধার করা হয়েছে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৪৪০ টাকা। এ ঘটনায় গতকালই আটককৃত শাহাবুল ও জোচনার বিরুদ্ধে দামুড়হুদা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে ৱ্যাব।