দর্শনায় চিত্রা ট্রেনে জিআরপি পুলিশের চোরাচালান বিরোধী অভিযান ভারতীয় শাড়ী থ্রিপিচসহ মালামাল উদ্ধার

দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশন চোরাচালানীদের সর্গরাজ্যে পরিণত দীর্ঘদিন ধরে। এ রুটে ট্রেন পথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে ভারতীয় মালামাল। দর্শনা জিআরপি ফাড়ির সদস্যরা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ভারতীয় শাড়ি-কাপড়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দর্শনা হল্টস্টেশন জিআরপি ফাড়ি ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান ঢাকাগামী যাত্রীবাহি চিত্রা এক্সপ্রেস ট্রেনে। এ ট্রেন থেকে মালিক বিহীন ভারতীয় শাড়ি, থ্রিপিচ, প্যান্ট-সার্ট পিট ও সিটকাপড় উদ্ধার করা হয়েছে। জিআরপির পক্ষ থেকে বলা হয়েছে উদ্ধারকৃত মালামালের মূল্য ৪ লাখ টাকা