দর্শনায় গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার : পাঁচজনের বিরুদ্ধে মামলা

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচশ গ্রাম গাঁজাসহ মোবারকপাড়ার মামুন নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। আভিযুক্ত আরও তিন মাদককারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। পুলিশ মোবারকপাড়ার শামসুল মোল্লার ছেলে মামুন মোল্লাকে শান্তিপাড়া থেকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃত মামুনের দেহ তল্লাশি চালিয়ে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই জাকির হোসেন বাদী হয়ে গতরাতেই গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। একই দিন রাত ন’টার দিকে এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গলায় দড়ি ব্রিজের নিকটবর্তী সড়কে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন মাদককারবারী মোটরসাইকেল ও গাঁজা ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের একটি একশ সিসি মোটরসাইকেল ও চারশ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপর মসজিদপাড়ার শাহদতের ছেলে হামিদুল (৩০), একইপাড়ার রফিকুলের ছেলে বকুল (২৮) ও রুদ্রনগরের জনৈক লিটনের বিরুদ্ধে গতরাতেই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।