দর্শনার পাঁচটি উন্নয়ন প্রকল্পের পৃথক পাঁচটি পিআইসি কমিটি গঠন

 

দর্শনা অফিস: স্থানীয় শাসন ব্যবস্থায় জনঅংশগ্রহণ বৃদ্ধি, শাসন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে দর্শনায় ৫টি কমিটি গঠন করা হয়েছে। পৌর শহরের একদল স্বেচ্ছাসেবী তরুণ অংশীদারত্বের ভিত্তিতে ব্রিটিশ কাউন্সিল ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় প্রডিজির ব্যানারে পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল রোববার বিকালে অনির্বাণ থিয়েটারের কার্যালয়ে অনুষ্ঠিত এ কমিটি গঠন সভার সভাপতিত্ব করেন পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম। প্রকল্পসমূহের মধ্যে রয়েছে- নাগরিক সেবার মানোন্নয়নে পৌর সিটিজেন চার্টার প্রকাশ, জনঅংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা ও উন্মুক্ত পৌর বাজেট প্রণয়ন। শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ণমুক্ত দর্শনা শহর নির্মাণ। সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচিতে জনঅংশগ্রহণমূলক অধিকারভোগী নির্বাচন ও আসন্ন পৌর নির্বাচনে সকল মেয়র প্রার্থীদের নিয়ে নাগরিক মঞ্চ আয়োজন। সভায় সর্বম্মতিক্রমে পাঁচটি প্রকল্পের জন্য পৃথক পাঁচটি (পাঁচ সদস্য বিশিষ্ট) পিআইসি কমিটি গঠন করা হয়। সিটিজেন চার্টার প্রণয়ন ও প্রকাশ প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম, সাংবাদিক হানিফ মণ্ডল, তরুণ নেতা একরামুল হাসান, এলিনা আক্তার ও সাজ্জাদ হোসেন। জনঅংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা ও উন্মুক্ত পৌর বাজেট প্রণয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলার এনামুল হক, সদস্য শিক্ষিকা সৈয়দা শামীম আরা, তরুণ নেতা শফিউল ইসলাম রাজু, ফারজানা খাতুন বৃষ্টি ও সাজ্জাদ হোসেন। হাইড্রোলিক হর্ণমুক্ত দর্শনা শহর প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর সেলিনা পারভীন, সদস্য সংখ্যালঘু সম্প্রদায় নেতা অনন্ত কুমার মঙ্গল, তরুণ নেতা জগন্নাথ কুমার কর্মকার, আশেয়া আক্তার ও সাজ্জাদ হোসেন। সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচিতে জনঅংশগ্রহণমূলক অধিকারভোগী নির্বাচন প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, সদস্য সাংবাদিক আওয়াল হোসেন, তরুণ নেতা একরামুল হাসান, লিমা খাতুন ও সাজ্জাদ হোসেন। নাগরিক মঞ্চ আয়োজন প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর বিলকিস খাতুন, সদস্য শিক্ষক জয়ন্তী এলিজাবেথ আরতী হালসানা, তরুণ নেতা হুমায়ন কবির, আরিফা খাতুন ও সাজ্জাদ হোসেন।