দর্শনার দুটি সড়ক মেরামত পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

 

দর্শনা অফিস: জনগুরুত্বপূর্ণ দর্শনা হল্টস্টেশন-হিজলগাড়ি ও রামনগর-লোকনাথপুর সড়কটি দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য অবস্থায় থাকলেও নজর দেননি কেউ। অর্ধকোটি টাকা ব্যয়ে সড়ক দুটি মেরামতের উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এলজিইডির প্রকৌশলীদের সাথে নিয়ে সড়ক দুটি পরিদর্শন করেন তিনি। মাহফুজুর রহমান মঞ্জু বলেছেন, দর্শনার উন্নয়নে নিজেকে খাটাতে পারলেও তৃপ্তি পায়। তাই এ সড়ক দুটিতে চরম দুর্ভোগ পোয়াতে হয় পথচারীদের। দর্শনা হল্টস্টেশন-হিজলগাড়ি সড়কের ২ হাজার ২০৭ মিটার ও রামনগর-লোকনাথপুর সড়কের আড়াই হাজার মিটার মেরামত কাজ অচিরেই শুরু করা হবে। এলজিইডির অর্থায়নে সড়ক দুটি মেরামত কাজে ব্যয় হতে পারে প্রায় ৫৩ লাখ টাকা। এ সময় সাথে ছিলেন, এলজিইডির প্রকৌশলী আশরাফুল ইসলাম, সহকারী প্রকৌশলী নওশদ জামান, বিশিষ্ট সমাজসেবক হাজি আকমত আলী প্রমুখ।