দফায় দফায় পুলিশি মহড়ায় দর্শনার রাস্তাঘাট জনশূন্য

?

দর্শনা অফিস: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ কঠোর অবস্থানে সরকার। গোটা দেশ এখন লকডাউন। সারাদেশের মতো দর্শনাতেও লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ, শুধু মাত্র ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম বন্ধ ছিলো দর্শনায়। প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে তেমন জনমানবের দেখা মিলছে না। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পুলিশি মহড়া। চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেলের নেতৃত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুব রহমান কাজল, ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহবুবুর রহমানসহ একঝাক চৌকস পুলিশ সদস্য মহড়া অব্যাহত রেখেছেন। প্রয়োজনে লাঠিচার্জেও পিছুপা হচ্ছে না পুলিশ। যেখানেই একের অধিক মানুষ, সেখানেই পুলিশের হানা। পুলিশের মহড়ার পাশাপাশি দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহিউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানও রয়েছেন বিরামহীন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিনের নির্দেশে পুলিশ বাহিনীর সদস্যরাও কোন কোন ক্ষেত্রে লাঠিচার্জ করেছে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের লাগাতার মহড়ায় অনেকটাই জনশূন্য হয়ে পড়ে দর্শনা শহরের রাস্তাঘাটগুলো।