থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক আটক

 

 

মাথাভাঙ্গা মনিটর: সেনাপ্রধানজেনারেল প্রেয়ুথ চান-ওচা নিজেকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণাদেয়ার পরই থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাকসিনাওয়াত্রা ও তার পরিবারের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।আন্তর্জাতিকসংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইংলাক সিনাওয়াত্রাসহ দেশটিরশতাধিক রাজনীতিবিদকে গতকাল শুক্রবার ব্যাংককের সেনাঘাঁটিতে তলব করে জান্তাসরকার। হাজিরা দিতে যাওয়ার পর কয়েক ঘণ্টা ইংলাক সেখানে অবস্থান করেন।এরপর তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবারঅভ্যুত্থানের মধ্যদিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণের মাধ্যমে এ অভ্যুত্থানের ঘোষণা দেনসেনাপ্রধান প্রেয়ুথ চান-ওচা। এর কয়েক ঘণ্টা পরই আরেক বিবৃতিতে নিজেকেদেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন তিনি।