তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েও লোকসভায় নেই মায়াবতীর দল

 

মাথাভাঙ্গা মনিটর: ভোটের হিসেবে তৃতীয় অবস্থানে থাকলেও ভারতের ষোড়শলোকসভায় কোনো আসন পায়নি দলিতদের নেতা হিসেবে পরিচিত মায়াবতীর বহুজন সমাজপার্টি (বিএসপি)।ভারতীয়নির্বাচন কমিশন শনিবার যে চূড়ান্ত ফলাফলদিয়েছে, তাতে দেখা যায় বিএসপি পেয়েছে ২কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৮২৮ ভোট, যা মোট ভোটের ৪ ভাগ।তবেবিএসপি কোনো আসনে না জিতলেও এর চেয়ে কম ভোট পেয়ে আসন বাগিয়েছে বেশ কয়েকটি দল, যারমধ্যে তৃণমূল কংগ্রেস, এডিএমকে, বিজেপির মতো দলও রয়েছে।এবারেরলোকসভায় ৫৪৩টি আসনে মোট ভোটার ছিলো ৮১ কোটি৪০ লাখ। এর মধ্যে ৯ কোটি ৭১ লাখ নতুন ভোটার।দিল্লিরমসনদে বসতে যাওয়া ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবার ভোট পেয়েছে ১৭ কোটির ওপর, অর্থাৎ মোট ভোটের ৩১ শতাংশ। লোকসভায় দলটির পাওয়া আসন ২৮২।বিজেপিরজোটসঙ্গী শিবসেনা ১৮টি আসনে জিতেছে।দ্বিতীয়অবস্থানে থাকা কংগ্রেস ভোট পেয়েছে ১৯ দশমিক তিন শতাংশ, লোকসভায় পেয়েছে মাত্র ৪৪টি।এটা কংগ্রেসের ইতিহাসে সবচেয় খারাপ ফল।উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপির পর চতুর্থ অবস্থানে থাকা মমতাবন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩ দশমিক আট শতাংশ ভোট। তবে পশ্চিমবঙ্গেক্ষমতায় থাকা দলটির আসন ৩৪টি।