তিতুদহের গবরগাড়ায় কর্মসৃজন কাজে বাধা অভিযুক্ত সালাম গ্রেফতার

 

দর্শনা অফিস: তিতুদহ গবরগাড়া গ্রামে কর্মসৃজন কাজের বাধা ও চাঁদা দাবির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত সালামতুল্লাহ ওরফে সালামকে। তিতুদহ ক্যাম্প পুলিশ সালামকে গ্রেফতার করে সোপর্দ করেছে থানায়। চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামে কর্মসৃজনের কাজ চলছে। গত বুধবার সকালে কাজ চলাকালীন সালামতুল্লাহ ওরফে সালাম অনিয়মের অজুহাতে কাজে বাধা দেয়। এ নিয়ে শ্রমিকদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। টাকা না দিলে কাজ করতে দেয়া হবে না বলে হুমকি দেন সালাম। সালাম ও তার লোকজন টাকা না পেয়ে শ্রমিকদের লাঞ্ছিত করলে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। সালামকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন শ্রমিকরা। ঘটনা জানানো হয় ইউপি চেয়ারম্যান আকতার হোসেনকে। সালামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে ইউনিয়নের ২৬৫ জন নারী-পুরুষ শ্রমিক অনিদির্ষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার ঘোষণা দেন। ওই প্রকল্পের পিআইসি সংরক্ষিত মহিলা মেম্বার রওশনারা বেগম ওই দিনই চুয়াডাঙ্গা সদর থানায় সালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই লিটন গাজী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গবরগাড়া গ্রামের দিলো মোহাম্মদের ছেলে অভিযুক্ত সালামতুল্লাহ ওরফে সালামকে গ্রেফতার করেছেন। লিটন গাজী জানিয়েছেন, গ্রেফতারের পরপরই সালামকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।