তিতুদহের খাসপাড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামে হেরিং রাস্তা তৈরিতে নিম্নমানের ইট ব্যবহার করায় ফুঁসে উঠেছে গ্রামবাসী। সিডিউল মোতাবেক কাজ করার দাবি জানিয়েছে তারা। ঠিকাদার তড়িঘড়ি করে দায়সারা গোছের কাজ সম্পন্ন করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গ্রামবাসী জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের মসজিদ থেকে মোজাম ব্যাপারীর বাড়ি পর্যন্ত হেরিং রাস্তা নির্মাণের কাজ করছে আলমডাঙ্গার আলোচিত জনৈক এক ঠিকাদার। ঠিকাদার নিম্নমানের নাম্বারবিহীন ইট ব্যবহার করছে। নিম্নমানের ইট দিয়ে কাজ করায় ফুঁসে উঠেছে গ্রামবাসী। তারপরও ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা গোছের কাজ করে চলেছেন। একটি সূত্র জানিয়েছে, জনৈক এ ঠিকদার বেগমপুর ও তিতুদহ ইউনিয়নে যেখানেই কাজ করেছে সেখানেই খুবই নিম্নমানে কাজ করে বারবার সবকিছু ম্যানেজ করে পার পেয়ে যাচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে খাসপাড়া গ্রামবাসী।