তারেক জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির কুজিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

মাথাভাঙ্গা মনিটরঃ তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির কুজিতে  এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল অস্ট্রেলিয়া বিএনপি এ বিক্ষোভ সমাবেশ মানববন্ধনের আয়োজন করে। সিডনির বিভিন্ন স্থান থেকে নেতাকর্মিরা নানা শ্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হন। এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস বিএনপির সভাপতি প্রকৌশলি কামরুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মসলেহ উদ্দীন হাওলাদার আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা ড.জহিরুল হক মোল্লা, অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়ার সহ-সভাপতি মনজুর মোরশেদ সারোয়ার বাবু, অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক এসএম নিগার এলাহী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাসিম উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপি নেতা কুদরত উল্লাহ লিটন, সহ-সভাপতি হাবিব মোহাম্মদ জকি, মোবারক হোসেন ,আবুল কালাম আজাদ, ড.মোহাম্মদ আলী মনি, আখলাকুর রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অস্ট্রেলিয়া সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, যুবলীগ নেতা আবু সায়েম সুমন, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবকদল সভাপতি তারিক-উল- ইসলাম তারেক, সাধারণ সম্পাদক এ.এনএম মাসুম, সিনিয়র সহ-সভাপতি এস.এম খালেদ, কোষাধ্যক্ষ আজাদ কামরুল হাসান, দপ্তর সম্পাদক আবদুস সামাদ শিবলু, প্রচার সম্পাদক মো:আবুল কাশেম, যুব বিষয়ক সম্পাদক খায়রুল কবির পিন্টু , স্বেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক মোহাইমেন খান মিশু, আবদুল্যাহ আল মামুন, জেবেল হক জাবেদ, কাজী নেওয়াজ আশরাফ, নজরুল ইসলাম, রাসেল আলম, সম্পাদক অনুপ আন্তনী গোমেজ, ভিক্টোরিয়া স্টেট বিএনপির সভাপতি শরীফ আল মামুন, সাধারন সম্পাদক তৌহিদ পাটওয়ারী, ডারউইন বিএনপির সভাপতি ইন্জিনিয়ার মোস্তাফিজ আল মামুন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সাউথ অস্ট্রেলিয়া বিএনপির সাবেক আহবায়ক ফরিদ আহম্মেদ ও সাবেক সদস্য সচিব সফিকুল ইসলাম সফি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এদিনে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের জনগণকে করা হয়েছে পরাধীন। স্বাধীনভাবে ভোট প্রদানের অধিকার হরণ করা হয়েছে। এই ভোটাধিকার হরণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় আকাঙ্খা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যত কান্ডারী তারেক জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপি মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে নিরন্তর আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদেশের ছাত্র-জনতা স্বৈরাচারদের কবল থেকে অপহৃত গণতন্ত্রকে উদ্ধার করার জন্য যে মহিয়ান অবদান রেখেছেন তাদের সেই কীর্তিচিহ্নকে বারবার ধুলোয় নিশ্চিহ্ন করেছে আওয়ামী লীগ। এরা নির্মম একদলীয় বাকশালী শাসনের মাধ্যমে রাজনীতিকে কুৎসিত রুপ দিয়েছে। রাজনীতির বর্তমান দুর্দশা থেকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বিএনপি দৃঢ় সংকল্পবদ্ধ।
ছবিঃ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের একাংশ।