‘তাকে খুন করবো?’

 

মাথাভাঙ্গা মনিটর: নিজ দল তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পালেরবিতর্কিত মন্তব্যে বিচলিতনেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় বলেছেন, তাপস প্রকাশ্যে ক্ষমা চাইবেন।তবে কথার এক পর্যায়ে তিনি বলেছেন, আপনারা কী চান, তাকে নিয়ে আমিকী করবো, খুন করবো? মঙ্গলবার এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে নিজ দলের কর্মীদের উদ্দেশে তাপসপালকে বলতে শোনা যায়, ‘যদি সিপিআইএম (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কসিস্ট)আমাদের কর্মীদের খুন করার বা ভয় দেখানোর চেষ্টা করে, আমি তাদের ছাড়বো না। তাদেরনারীকর্মীদের ধর্ষণ করতে আমি আমাদের কর্মীদের ছেড়ে দেবো।’ মমতার বক্তব্যেরকিছু সময় আগে একটি চিঠিতে নিজ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এক সময়ের জনপ্রিয়অভিনেতা তাপস।মমতা পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি চান তাপস প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করুক।অবশ্য তাপসের ক্ষেত্রে তিনি কড়া কোনো পদক্ষেপ নেননি, এমনমন্তব্যের জবাবে ক্ষুব্ধ মমতা বলেন, ‘সে একটি মারাত্মক ভুল করেছে। দল থেকে তাকেসতর্ক করা হয়েছে। আপনারা আর কী চান, আমি আর কী করতে পারি?’ এদিকে বুধবারফাঁস হওয়া আরেকটি ভিডিওতে অন্য একটি গ্রামে নিজকর্মীদের উদ্দেশে তাপসকে বলতে শোনাযায়, অভিযুক্ত এক অপরাধীর যেন মৃত্যুদণ্ড হয় তার জন্য সচেষ্ট আছেন তিনি।আরমৃত্যুদণ্ড না পেলে ওই ব্যক্তিকে তিনি গুলি করে মারবেন।তিন বলেন, ‘আমি ওদেরগুলি করে মারবো। সবার সামনেই আমি ওদের খুন করবো।’ তাপস পালের মন্তব্য তারব্যক্তিগত এবং এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটিরনেতারা। তারা জানিয়েছেন, তাপসের মন্তব্যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়অত্যন্ত বিচলিত।কংগ্রেস পার্টি তাপসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, আরসিপিএম লোকসভা থেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছে।