তরমুজ খাওয়ার পরমানিকগঞ্জে ৮ জন অসুস্থ

স্টাফ রিপোর্টার:তরমুজ খাওয়ার পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তিন শিশুসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকালে তরমুজ খাওয়ার পর তারা অসুস্থ হন বলে জানিয়েছেন তারা।তাদের বাড়ি উপজেলার ফকুরহাটি ইউনিয়নের চামারখাই গ্রামে।অসুস্থরাহলেন আদু মিয়া (৫০), তার স্ত্রী লালজান বেগম (৪৫), ছেলে আবদুল বারেক (৩০), বারেকের স্ত্রী চায়না (২৫), মেয়ে সুমাইয়া (২), আদু মিয়ার ছোট ভাই আনিসমিয়ার স্ত্রী সুলতানা (২৮),  দুই মেয়ে শান্তা (৬) এবং সানজিদা (২)।সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।মানিকগঞ্জসদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মালেক খানধারণা করছেন খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছেবলেও জানান তিনি।অসুস্থআদু মিয়ার ছোটভাই আনিস মিয়া জানান, মঙ্গলবার আড়াইটার দিকেসদর উপজেলা বাংলাদেশ হাট এলাকা থেকে একটি তরমুজ কিনে বাড়ি নিয়ে যান।এরপর চারটার দিকে পরিবারের সবাই সেই তরমুজ খান।আনিসবলেন, তরমুজ খাওয়ার আধা ঘণ্টা পর থেকে একএক করে তারা অসুস্থ হয়ে পড়েন।তবেতিনি নিজে না খাওয়ায় সুস্থ আছেন বলে দাবি করেন।