ঢাকা মেডিকেল থেকে চুরি হওয়া শিশুটি উদ্ধার :গ্রেফতার ২

 

 

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে ২১ আগস্ট ভোরে চুরিহয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে গাজীপুর থেকেতাকে উদ্ধার করে ৱ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৱ্যাব)। এ ঘটনায় দু নারীকেগ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দু নারী হলেন বেলি আক্তার ওরফে রহিমা (৪৫) ও রাশেদা খানম ওরফে পারভীন (৪৮)। ৱ্যাবের পরিচালক (মিডিয়া) মুফতিমাহামুদ খান জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরের বোর্ডবাজারেরউত্তর কলমেশ্বর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালেরৱ্যাব এসব তথ্য জানায়। ৱ্যাব জানায়, গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের উত্তর কলমেশ্বর এলাকায় বেলি আক্তার ওরফে রহিমার কাছ থেকে শিশুটিকেউদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আয়া রাশেদা খানম ওরফেপারভীনের কাছ থেকে শিশুটিকে নিয়েছেন তিনি। এ জন্য পারভীনকে প্রায় ৪০ হাজারটাকা দিয়েছেন রহিমা।মোহাম্মদপুরের বাসিন্দা রুনা আক্তার নামে এক নারীগত ২০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন। পরদিনভোরের দিকে একটি ছেলেকে হাসপাতাল থেকে চুরি করা হয়। এ ঘটনায় আলোড়ন সৃষ্টিহলে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। শাহবাগথানায় একটি মামলাও দায়ের করা হয়।