ঢাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: ঢাকাতে প্রকাশ্য দিবালোকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষককে গুলি করে ৩৩ লাখ ২২ হাজার ২৫০ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার মগবাজার এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সেলিম আক্তার বড় মগবাজারের অ্যাকোয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের হিসাবরক্ষক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একই প্রতিষ্ঠানের অপর হিসাব রক্ষক পিন্টু রঞ্জন দাস বাদী হয়ে রমনা থানায় মামলা করেছেন।

পিন্টু রঞ্জন দাস বলেন, তারা দুজন বড় মগবাজারস্থ অ্যাকোয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা। দুপুর সোয়া একটার দিকে দুটি ব্যাগে করে কোম্পানির টাকা নিয়ে তারা হেঁটে ব্র্যাক ব্যাংকে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় সেলিম আক্তার তার কাছে থাকা ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করে। দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে ব্যাগ নিয়ে তিনটি মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।