ঢাকাবিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

 

স্টাফ রিপোর্টার: ঢাকাবিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতেঅনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন-প্রক্রিয়া ১৪ আগস্ট দুপুর ২টা থেকে শুরুহয়েছে। প্রার্থীরা ৩১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগামী ৫সেপ্টেম্বর গ-ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে।উপাচার্যআ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি অফিস কক্ষে সংবাদসম্মেলনের এ তথ্য জানান।

ভিসি জানান, এবারের পরীক্ষায় সব ধরনের ক্যালকুলেটরব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক বলেন, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিষিদ্ধ। এমন কিক্যালকুলেটরে সমাধান করতে হয় এমন কোনো প্রশ্নও রাখা হবে না।সংবাদসম্মেলনে জানানো হয়, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, খ-ইউনিটের ১৯সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ২৬ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।আবেদনের যোগ্যতা: ২০১৩ ও ২০১৪ সালের উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৪-২০১৫শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।