ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোগে দুস্থ নারীকে সহায়তা প্রদান

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: নিজেরা চাঁদা তুলে অসহায় এক অসহায় দুস্থ নারীকে সহযোগিতা করে ‘মানুষ মানুষের জন্য’কথাটির যথার্থ প্রমাণ করলো ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীরা। গতকাল রোববার সকাল ৯টায় শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত হারান আলীর স্ত্রী ছামিরন নেছার (৮৫) বাড়িতে এসে ছাত্রীরা এ সহযোগিতা করে।

এ ব্যাপারে শ্রেণি শিক্ষক বাবুল আক্তার বলেন, বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছাবিনা খাতুন, পাপিয়া খাতুন, আফরোজা, কনক, সখি ও স্বপ্নাসহ কয়েকজন ছাত্রী চাঁদা তুলে ভিক্ষুক ছামিরনকে চাল, ডাল, তেল, নারকেল তেল, সরিষার তেল, মাজন, ব্রাশ, সাবান, বল সাবান, হুইল পাউডার, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, শাড়ি, সেন্ডেল কিনে দেয়। এছাড়াও ছাত্রীরা ভিক্ষুক ছামিরন নেছাকে গোসল করিয়ে তাদের নিজের হাতে মাছ-ভাত রান্না করে দৃষ্টান্ত স্থাপন করে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসী। এ ব্যাপারে শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, এভাবে অসহায় মানুষের সেবা করলে ছাত্রীদের নৈতিকতা বৃদ্ধি পাবে। সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, সহকারী শিক্ষক বাবুল আক্তার, লোকমান হোসেন, আব্দুস ছাত্তার এবং এসএমসি সদস্য আব্দুস ছাত্তার।