ডায়রিয়া : বাড়তি সতর্কতার আহ্বান

 

 

স্টাফ রিপোর্টার: বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকেরা এলাকাবাসীকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ডায়রিয়া যেহেতু পানীয় পানি ও খবারের মাধ্যমেই ছড়ায়, সেহেতু পানি ফুটিয়ে বা বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে বিশুদ্ধ করে পান করতে হবে। বাসিপচা খাবার পরিহার করতে হবে। খাবারের আগে শাবান দিয়ে ভালোভাবে দু হাত কচলে ধুতে হবে। সেনেটারি পায়খান ব্যবহার করতে হবে। পায়খানার প্যানটি অবশ্যই ওয়াটার কি রাখতে হবে। খোলা পায়খানা ও খোলা স্থানে মলত্যাগ পরিহার করতে হবে।