টেক্সাসের গরিবদের ৮০৯ পাউন্ডের হাঙর খাওয়ানো হলো

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বব্যাপি হাঙরের মাংস, তার হাড়ের স্যুপ অত্যন্ত জনপ্রিয় এবং দামী খাবার।মেক্সিকোরউপসাগর থেকে একটি হাঙর ধরে সেটি রান্না করে খাওয়ানো হয়েছে টেক্সাসেরগৃহহীন মানুষদের। মূলত: এই অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দেয়ার একটিপ্রচেষ্টা ছিলো এটি। একটি স্বেচ্ছাসেবী শেফ এই মাংস রান্না করেছিলো।হাঙরটিধরার জন্যও স্বেচ্ছাসেবা দিয়েছেন সান অ্যান্টোনিওর জেলে রায়ান স্প্রিং।৮শ ৯ পাউন্ড ওজনের হাঙরটি ডাঙায় তুলতে তার সময় লেগেছিলো পুরো ৭ ঘণ্টা।