টিপ্পনী

খবর:(আদমব্যবসায়ী দামুড়হুদার রাফিদ দেন জালা ভিসা)

আদম বাবু তোমরা কাবু
করছো দেশের লোককে
ভুক্তভোগী ক্ষেঁপে আছে
নেই তোমাদের পক্ষে,
পেটো মোড়ল খেয়ে খোড়ল
করলে দেখি চক্ষে,
আমজনতা উঠলে ফুঁসে
করবে কে আর রক্ষে?

নিচ্ছো টাকা চাকরি পাকা
বলছো কিসের জন্য,
পরের ধনে পোদ্দারি বেশ
কাজটা কী জঘন্য
নেচে নেচে ভিটে বেচে
যতো গরিব দৈন্য-
তোমার তবিল দিচ্ছে ভরে
আহা কী অনন্য!

মানুষ না কি বন্য;
কিসে হবা গণ্য?

Ñআহাদ আলী মোল্লা