টানা বৃষ্টিতে সৌদি আরবে ১৫ জনের মৃত্যু

মাথাভাঙ্গা অনলাইন : গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে  রিয়াদসহ আশপাশের এলাকায় প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আটজন। নিহতদের অধিকাংশই সৌদি নাগরিক বলে জানা গেছে।

গত কয়েক দিনের আবহাওয়া দেখলে যে কেউ হয়তো ভুলে যাবে এটা মরুভূমির দেশ। হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমে, নেমে আসে ঝুম বৃষ্টি। গত কয়েক যাবত থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো হালকা কখনো ভারী।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সোমবারই বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে তারা সাত হাজার ফোন কল পেয়েছেন, যাদের সবাই বন্যা এবং জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য সিভিল ডিফেন্সকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন।

সিভিল ডিফেন্স আরো জানিয়েছে, তারা এরই মধ্যে ৮০০ মানুষ এবং ৪৫০টি গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

এমন বৈরি আবহাওয়া আরো কয়েকদিন স্থায়ী থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর