টাঙ্গাইলে অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এএসআই নিহত

 

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার পূর্ব আদালতপাড়ায়গত শুক্রবার মধ্যরাতে উল্কার বাড়িতে অস্ত্র উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ আহতপুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.নুরুল ইসলাম মারা গেছেন। গতকাল শনিবারসকাল সাড়ে ১০টার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনিমারা যান। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বিষয়টি নিশ্চিতকরেছেন। টাঙ্গাইল থানা অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, শুক্রবারমধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার পূর্বআদালতপাড়ায় মৃত ফরিদ হোসেন ড্রাইভারের ছেলে সন্ত্রাসী উল্কার বাড়িতেঅস্ত্র উদ্ধার অভিযানে চালায় সদর থানা পুলিশ। এসময় সন্ত্রাসী উল্কা পুলিশেরউপস্থিতি টের পেয়ে এএসআই নুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তারবুকে দুটি ও হাতে একটি গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তার সাথেপুলিশের অন্যান্য সদস্যরা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরেন। তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে স্থানান্তর করেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীনঅবস্থায় মারা যান নুরুল ইসলাম।