ঝড়ে পড়ে যাওয়া রাস্তার গাছ কাটার অভিযোগে পাঁচলিয়ার দুজন আটক

আলমডাঙ্গা ব্যুরো: ঝড়ে উপড়ে যাওয়া রাস্তার গাছ কাটার অভিযোগে আলমডাঙ্গায় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পাঁচলিয়া গ্রামের বজলু ও খবির আলী। গতপরশু সন্ধ্যায় ঝড়-বৃষ্টিতে পাঁচলিয়া-মধুপুর সড়কের একটি মেহগনি গাছ ভেঙে পড়ে। পরে অভিযুক্তরা গাছটি কেটে সরিয়ে নেয়।

জানা গেছে, বেশ কয়েক বছর আগে আলমডাঙ্গার পাঁচলিয়া-মধুপুর সড়কের পাশে পাঁচলিয়া গ্রামের একটি উপকারভোগী সমিতি গাছ লাগায়। গত শুক্রবার সন্ধ্যায় ওই সড়কের একটি মেহগনি গাছ ভেঙে পড়ে। গ্রামের কয়েকজন ওই গাছ কেটে নিজেদের বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ বাজার পাঁচলিয়ার মৃত সাদেক আলীর ছেলে বজলু ও মৃত আক্কাস আলীর ছেলে খবির আলীকে আটক করে। এ ব্যাপারে জেলা পরিষদের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, আটক দুজনের পরিবারিক সূত্র জানিয়েছে, গাছ লাগানোর চুক্তি অনুযায়ী ওই সড়কের গাছের মালিকানা রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ৬০ ভাগ, উপকারভোগী ভূমিহীন সমিতির ২০ ভাগ ও ওই রোড সংশ্লিষ্ট যাদের জমি রয়েছে তাদের ২০ ভাগ। এই তিন মালিকানার দাবিদার কারো অভিযোগ না থাকলেও জেলা পরিষদ আপত্তি তোলে।