ঝুট ব্যবসায়ী হত্যা: এসআই জাহিদ ৫ দিনের রিমান্ডে

 

 

স্টাফ রিপোর্টার: পুলিশহেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে হত্যার অভিযোগে মিরপুর মডেলথানা থেকে সদ্য প্রত্যাহার করা উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে পুলিশ সোর্স নাছিম শেখকেওপাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানবৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি কর্মকর্তানিবারণ চন্দ্র ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত উভয়েরপাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।১২ জুলাই (শনিবার) রাতে মিরপুর থানায়এসআই জাহিদুর রহমানের হেফাজতে হাবিবুর রহমান সুজন নামে ঝুট ব্যবসায়ীরমৃত্যু হয়। সুজনের পরিবারের অভিযোগ, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।সুজনের ময়নাতদন্তের রিপোর্টে আঘাতজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হলেএসআই জাহিদুর রহমান খানকে বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন থেকে গ্রেফতারকরা হয়।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসআই জাহিদের বিরুদ্ধে আসামি সুজনহত্যার দায়ে একটি মামলা করেন ডিবি কর্মকর্তা নিবারণ চন্দ্র। মামলায় মোট ৮জনকে আসামি করা হয়। আসামিরা হলেন- এসআই জাহিদুর রহমান, এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, পুলিশ সোর্স নাছিম, ফয়সাল, পলাশ ওখোকন। আসামিদের মধ্যে এসআই এসআই জাহিদকে বুধবার ৫৪ ধারায় গ্রেফতার দেখানোহয়। জাহিদের বিরুদ্ধে চলতি বছরে তিনজনকে হত্যার অভিযোগ ওঠে। তবে পুলিশ এ সবঅভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে।