ঝিনাইদহ সাধুহাটি ইউনিয়নে তাল নিম ও খেজুরের চারা রোপন

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা সদরের সাধুহাটি ইউনিয়নের ১২ মাইল রাংগের পোতা রাস্তার দুই পাশে তাল, নিম ও খেজুরের চারা রোপন করা হয়েছে। গতকাল বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এসব গাছের চারা রোপন করেন। উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি অধিদফতর উপপরিচালক শাহ মোহম্মদ আকমুল হক, কৃষি অফিসার ডা খাঁন মো. মনিরুলজ্জামান, সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন, উপসহকারী অফিসার মিলন কুমার। প্রধান অতিথি বলেন পরিবেশের ভারসম্য রক্ষার্থে ও নিজের জন্য বেশি বেশি করে গাছের চারা লাগাতে হবে। অপরদিকে সাধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে গতকল সকাল ১০টায় কৃষি সম্প্রসারণের মহা পরিচালক হামিদুর রহমান নারিকেল গাছের চারা রোপন করেন। এ সময়  বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি অধিদফতরের উপপরিচালক শাহ্ মোহম্মদ আকমুল হক, কৃষি অফিসার ডা খাঁন মো. মনিরুলজ্জামান, সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন,সাংবাদিক গিয়াস উদ্দীন সেতু, উপসহকারী অফিসার মিলন প্রমুখ।