ঝিনাইদহ শিল্পকলা একাডেমির উদ্যোগে ঝিনাইদহ অঞ্চলে লোকনন্দিত লোকগান সংগ্রহের উদ্দেশে মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: শিল্পচর্চায় তথ্যপ্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও ডিজিটালাইজেশন কর্মসূচির আওতায় ঝিনাইদহ অঞ্চলের লোকনন্দিত লোকগান ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত  মতবিনিময় গতকাল বিকেল সাড়ে পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতি হিসেবে জেলা প্রসাশক মাহবুব আলম তালুকদার কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান লোক গবেষক অধ্যাপক ড, আকতারুল ইসলাম জিল্লু, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান ও এডিসি (আইসিটি) আব্দুর রউফ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতা অ্যাড. এমএ রশিদ ও অ্যাড. সাখাওয়াত হোসেন, বিশিষ্ট লোক গবেষক অধ্যাপক ড. নওশের আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ইকরামুল হক লিকু, গণশিল্পী সংস্থার উপাধ্যক্ষ এমএ সালাম, বিশিষ্ট লোক গীতিকার, সরকার ও শিল্পী ফিরোজ খাঁন নুন, জেলা বাউল সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক ধর ও জুলিয়াস, বিশিষ্ট লোকজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল সাঁইজি, মোতালেব সাঁইজি ও আজিজ সাঁইজিসহ লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহী ব্যক্তিবর্গ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি আব্দুল্লাহ আল মুনসুর বিপ্লব কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে বলেন, বাংলাদেশের ঝিনাইদহ, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলের লোকনন্দিত লোকগান ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পের আওতায় কাজ শুরু করা হয়েছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামবাংলার মঞ্চে অনুপস্থিত নন্দিত সুরকার গীতিকার এবং শিল্পীদের মহান কর্মযজ্ঞ ডিজিটার পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ হাতে নেয়া হয়েছে। এদিক থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাংস্কৃতির লালন ভূমি ঝিনাইদহ ও তৎপার্শ্ববর্তী জনপদের প্রত্যন্ত পল্লিতে গিয়ে আমরা লোকজ সংস্কৃতির ধারক বাহকদের খুঁজে বের করে তাদের কর্ম সংগ্রহের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। সভাপতি জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এ কর্মসূচির সফল বাস্তবায়নে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।