ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদককে বহিষ্কার

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে, মহান ২১ ফেব্রুয়ারির প্রভাতফেরিতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে পরিষদের সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল অধিকারী অত্র পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তিথী রানী ভদ্র সাথে অশালীন আচরণ অকথ্য ভাষায় গালি দেন এবং সংগঠন বিরোধী অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদ সভাপতি সুনীল কুমার ঘোষ সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রী প্রশান্ত কুমার খাকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার সকালে তদন্তে সত্যতা পাওয়ায় কালীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে শ্রী উজ্জ্বল অধিকারীকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলা কমিটি বরাবর অনুলিপি প্রেরণ করা হয়। ২০১৫ সালে সংগঠন বিরোধী কর্মকা-ের অভিযোগে কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতি থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। এ ব্যাপারে উজ্জ্বল কুমার অধিকারীর সাথে যোগাযোগ করলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।