ঝিনাইদহে ৭ দিনব্যাপী দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও মেলবন্ধন নাট্য প্রশিক্ষণ ও নাট্য নির্মাণ উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: শনিবার সকালে ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ৭ দিনব্যাপী দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও মেলবন্ধন নাট্য প্রশিক্ষণ ও নাট্য নির্মাণ উদ্বোধন করা হয়েছে। অংকুর নাট্য একাডেমীর আয়োজনে ও সিও সংস্থার সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকার মোসলেম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও এনজিওর নির্বাহী পরিচালক সামছুল আলম, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত প্রশিক্ষক অভীক ভট্টাচার্য-নাট্যকার বারসাত কাল্পিক সম্পাদক, ভাবনা থিয়েটার, সৌরভ চট্রোপাধ্যায়-নির্দেশক, থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী ও তারামনি ঘোষ-অভিনেত্রী থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারী, সিও’র উপনির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুশেন্দ্র কুমার ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, সেন্ট্রাল ডট নেটের পরিচালক ইসাহাক আলী, রেড ক্রিসেন্টের উপপরিচালক হায়দার আলী, রায়চরন তারিনি চরন কলেজের প্রভাষক সাইফুল ইসলাম,জামাল হোসেন, মীর আব্দুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ।

আলোচনা শেষে ৭দিন ব্যাপী নাট্য প্রশিক্ষন ও নাট্য নির্মান কর্মশালা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু উদ্বোধন ঘোষনা করেন। ভারতের তিন প্রশিক্ষক প্রশিক্ষন দেবেন। সিও সংস্থার আর্থিক সহযোগিতায় ˜–ই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও মেল বন্ধন নাট্য প্রশিক্ষন ও নাট্য নির্মান প্রশিক্ষনে ঝিনাইদহ জেলার ৫০ জন নাট্য কর্মি ৭দিন ব্যাপী এ কর্মশালায় অংশ গ্রহন করবেন।