ঝিনাইদহে ৩টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

ঝিনাইদহ প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে রঙ মেশানোর অপরাধে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের আলিফ ফুড প্রোডাক্টস, চাকলাপাড়ার কুমারখালী দধি ভাণ্ডার ও শ্যামল ঘোষের খাবার হোটেলে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর।

গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলিফ ফুডে অভিযান চালিয়ে হাতেনাতে রঙ মেশানো খাবার তৈরি ও নোংরা পরিবেশ পেয়ে জরিমানা করা হয়। পরে আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৪২ ও ৫৩ ধারা মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চাকলাপাড়ার কুমারখালী দধি ভাণ্ডারে একই অপরাধে ৩ হাজার এবং শ্যামল ঘোষের খাবার হোটেলে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। অভিযোগ পাওয়া গেছে, সেনেটারি ইন্সপেক্টরদের আসকারা পেয়ে এ সব প্রতিষ্ঠান নিম্নমানের খাবার তৈরি করে। আরও অভিযোগ রয়েছে প্রতিমাসে সেনেটারি ইন্সপেক্টররা এখান থেকে মাসোয়ারা আদায় করে থাকেন।